ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভূমিকম্পে সহায়তা

বিমান বাহিনীর সদস্যরা এখন সিরিয়ায়

বিমান বাহিনীর সদস্যরা এখন সিরিয়ায়

সাম্প্রতিক সময়ে সংঘটিত সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দ্রুত মানবিক সহায়তা প্রেরণের সিদ্ধান্তের ফলশ্রুতিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০ জে পরিবহণ বিমান সিরিয়ায় পাঠানো হয়েছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সংখ্যক তাবু, কম্বল ও শুষ্ক খাবারসহ মোট ১১ টন ত্রাণসামগ্রী নিয়ে বিমান বাহিনীর ১৭ সদস্যের একটি দল গত শুক্রবার সিরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহম্মদ মিশন কমান্ডারের দায়িত্ব পালন করবেন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সার্বিক নির্দেশনায় মিশনটি পরিচালিত হবে।

সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এএইচএম ফজলুল হক বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার মুভমেন্টে উপস্থিত থেকে সহায়তাকারী দলকে বিদায় জানান। সহায়তা প্রদান শেষে সি-১৩০ জে পরিবহণ বিমানটি আগামীকাল ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত