চেতনায় একুশ

বাংলা একাডেমি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

১৯৫৪ সালের ৩ এপ্রিল মওলানা ভাসানী, একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট পূর্ব পাকিস্তানের প্রাদেশিক শাসনভার গ্রহণ করে। ভাষা আন্দোলনের মাধ্যমে পূর্ব বাংলার জনগণের যে জাগরণ শুরু হয়, তার ফলেই প্রাদেশিক সরকার থেকে প্রথমবারের মতো মুসলিম লীগ বিতাড়িত হয়।

এরপর ৭ মে যুক্তফ্রন্ট সরকারের উদ্যোগে পাকিস্তান সরকার বাংলাকে একটি রাষ্ট্রভাষা হিবে স্বীকার করে একটি প্রস্তাব গ্রহণ করে। ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ভাষা আন্দোলনের ছাত্র-জনতার অন্যতম দাবি বাংলা একাডেমি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ১৯৫৬ সালের ১৬ ফ্রেব্রুয়ারি পাকিস্তানের অ্যাসেম্বলিতে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে তা সংবিধানের অন্তর্গত করার জন্য প্রস্তাব উত্থাপিত হয়। এরপর ২১ ফেব্রুয়ারি প্রাদেশিক প্রধানমন্ত্রী আবু হোসেন সরকার কর্তৃক শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান জাতীয় অ্যাসেম্বলি বাংলা এবং উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধান পাস করে। একই বছর ৩ মার্চ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদানকারী পাকিস্তানের সংবিধান এদিন থেকে কার্যকর হয় এবং ১৯৪৭ সালের সেপ্টেম্বরে তমদ্দুন মজলিশের মাধ্যমে মায়ের ভাষায় কথা বলার যে আন্দোলনের শুরু হয়েছিল, তার সাফল্য অর্জিত হয়।