শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী নির্যাতন উদ্বেগজনক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গণমাধ্যমে প্রকাশিত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে একটি ছাত্র সংগঠনের কর্মীরা দীর্ঘ চার ঘণ্টা ধরে শারীরিক ও মানসিক নির্যাতন, বিবস্ত্র করে ভিডিও ধারণ, অশালীন ভাষায় গালাগালসহ নানাভাবে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশনের পক্ষ থেকে এসব কথা বলা হয়।

এতে জানানো হয়, কমিশন লক্ষ্য করছে যে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এ ধরনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফলে, শিক্ষার্থীদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। কমিশন মনে করে, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ কর্ণধার। তাদের দ্বারা এহেন বর্বর ও কুরুচিপূর্ণ আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। এমন কর্মকাণ্ড নিবারণের উপায় নিয়ে সবাইকে এখনই ভাবতে হবে। সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের অভাব এক্ষেত্রে দৃশ্যমান। একজন শিক্ষার্থীর কাছে সমাজের প্রত্যাশা থাকে- তারা পড়াশোনা ও সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত থেকে দেশের ও সমাজের উন্নয়ন ঘটাবে। তাদের দ্বারা এমন অপরাধমূলক কর্মকাণ্ড অন্যদেরও প্রভাবিত করতে পারে যা সার্বিক পরিস্থিতির আরও অবনতি ঘটাবে বলে আশংকা করা যায়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানায় কমিশন।