ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খালেদা জিয়ার রাজনীতি নিয়ে মন্ত্রীদের বক্তব্যে আগ্রহী নয় বিএনপি

খালেদা জিয়ার রাজনীতি নিয়ে মন্ত্রীদের বক্তব্যে আগ্রহী নয় বিএনপি

খালেদা জিয়ার রাজনীতি করতে পারা না পারার প্রশ্নে কয়েক দিন ধরে সরকারের কয়েকজন মন্ত্রী যেসব কথা বলছেন, এসব বক্তব্যের ব্যাপারে বিএনপি আগ্রহী নয় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ।

গতকাল বৃহস্পতিবার বিকালে সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক শেষে তিনি দলের এ অবস্থানের কথা সাংবাদিকদের জানান।

তবে এ বিষয়ে গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিএনপি বিষয়টি পর্যবেক্ষণ করছে। এটি নতুন কোনো জাল কি না, সেটি বুঝতে চাইছে। খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন-সরকারি দলের মন্ত্রীদের এ বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মাহমুদুর রহমান মান্না বলেন, এ রকম একটা প্রস্তাব যখন আসে, তখন আমি বলব, বিএনপি বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বেগম জিয়া ইজ এ প্রোডাক্ট অব পলিটিকস। উনি পলিটিকস করবেন না, এটা তো কখনোই হতে পারে না। কিন্তু এটা বলে নতুন করে আরও কোনো জাল বিছানো হচ্ছে কি না, আমার মনে হচ্ছে, বিএনপি এটা বুঝতে চাইছে এবং বোঝার এই চেষ্টাটা ঠিক আছে তাদের। মান্না বলেন, তারপর যখন বুঝে ক্লিয়ার হবেন, তখন ওনারা তো বলবেন, আমরাও বলব জোটের নেত্রী হিসেবে উনি (খালেদা জিয়া) সামনে আসুক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত