ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আজ জাবির সমাবর্তন যোগ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

আজ জাবির সমাবর্তন যোগ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৬ষ্ঠ সমাবর্তন আজ অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিনি। সমাবর্তন উপলক্ষ্যে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় এলাকা সাজানো হয়েছে নতুনরূপে। আর নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম জানিয়েছেন সমাবর্তনকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি শেষ। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদ সমাবর্তনে অংশ নিয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এছাড়া বক্তৃতা দেবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে তিনটি ক্যাটাগরিতে ১৬ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেবেন রাষ্ট্রপতি।

জানা গেছে, এবারের সমাবর্তনে মোট ১৫ হাজার ২১৯ জন শিক্ষার্থী অংশ নেবেন। তাদের মধ্যে নিয়মিত স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারী ১১ হাজার ৪৪৪ জন, উইকেন্ড প্রোগ্রামের তিন হাজার ৪৬১ জন, এমফিল ডিগ্রির ৩৪ জন এবং পিএইচডি সম্পন্নকারী ২৮০ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত