প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় তা স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কারিগরি ত্রুটির কারণে গতকাল মঙ্গলবার প্রকাশিত এই ফল স্থগিত করে তা আজ দুপুরে পুনরায় প্রকাশের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফলাফল প্রকাশের পর সারা দেশে সংশ্লিষ্ট উত্তীর্ণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। কিন্তু এর কয়েক ঘণ্টার মাথায় বিকাল পৌনে ৫টায় সব ডিপিইওদের (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) ই-মেইল পাঠিয়ে ফল স্থগিতের কথা জানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সব প্রধান শিক্ষকদের এ তথ্য জানিয়ে দিতে বলা হয়। ই-মেইলে বলা হয়, সংশোধিত ফল কয়েক দিনের মধ্যে যাবে।
তবে ফল স্থগিতের কারণ তাৎক্ষণিকভাবে না জানানো হলেও পরে অধিদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তি জারি করে তা স্পষ্ট করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে প্রাথমিক বৃত্তি ২০২২-এর ফলাফল পুনঃ যাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় মঙ্গলবার প্রকাশিত প্রাথমিক বৃত্তির ফলাফল স্থগিত করা হলো। ১ মার্চ (আজ বুধবার) অপরাহ্ণে পুনরায় প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশিত হবে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে স্থগিতের বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক অনুপ কুমার রায় বলেন, প্রকাশিত ফলে কিছু ভুল হয়েছে। তা সংশোধনের কাজ শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে সংশোধিত ফল প্রকাশ করা হবে।
গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানান, প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধে?্য ট?্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
প্রাথমিকের বৃত্তির ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়ার পর বিকাল সাড়ে ৪টার দিকে তা সরিয়ে নেয়া হয়।
এর আগে ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ায় প্রাথমিক বৃত্তি প্রদান করা সম্ভব হয়নি। ২০২২ সালের ২২ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ২০২২ সাল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। সেই ধারাবাহিকতায় ২০২২ সালের ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।