ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবন্ধু এ দিন অসহযোগের ডাক দেন

বঙ্গবন্ধু এ দিন অসহযোগের ডাক দেন

উত্তাল মার্চের আজ তৃতীয় দিন। ১৯৭১ সালের এ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে টানা তৃতীয় দিনের মতো হরতাল পালন করে স্বাধিকার আন্দোলনে শরিক বাঙালি। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে পল্টনের সমাবেশ থেকে এ দিন অসহযোগের ডাক দেন বঙ্গবন্ধু। এ সমাবেশ থেকেই স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। ইশতেহার পাঠ করেন তৎকালীন স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা ও অবিভক্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ। সমাবেশে বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও। ভাষণে তিনি শান্তিপূর্ণভাবে অসহযোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। লুটপাট, অগ্নিসংযোগ ও অরাজকতায় জড়িতদের যে কোনো মূল্যে প্রতিরোধের আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু ৭ মার্চ রেসকোর্স ময়দানের সমাবেশ কর্মসূচির চূড়ান্ত ঘোষণা দেন। এ দিনই পূর্ব পাকিস্তানের নতুন নাম ‘বাংলাদেশ’ নির্ধারণ করা হয়। একই সঙ্গে জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’কে।

উইকিপিডিয়ার তথ্যানুযায়ী, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ ১৯৭০ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের অধিকার অর্জন করে; কিন্তু পাকিস্তানের সামরিক সরকার ক্ষমতা কোনো পূর্ব পাকিস্তানের মানুষের হাতে ছেড়ে দিতে রাজি ছিল না। যদিও ৩ মার্চ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশনের তারিখ নির্ধারিত হয়; কিন্তু ভেতরে ভেতরে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পশ্চিম পাকিস্তানের নেতা জুলফিকার আলী ভুট্টো এবং সামরিক বাহিনীর অফিসারদের নিয়ে ষড়যন্ত্রের নীলনকশা বুনতে শুরু করেন। ১৯৭১ সালের ১ মার্চ কোনো কারণ ছাড়াই ৩ তারিখের নির্ধারিত অধিবেশন বাতিল করা হয়। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ পূর্ব পাকিস্তানের মানুষের ধৈর্যের সীমা ছাড়িয়ে যায়। সারা দেশে বিক্ষোভের বিস্ফোরণ হয়। ঢাকা পরিণত হয় মিছিলের নগরীতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত