সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ

ছয়জনের মৃত্যু দগ্ধ ২২ জন হাসপাতালে

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় ‘সীমা অক্সিজেন’ নামক একটি অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বিকাল সাড়ে ৪টায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। গত রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্ফোরণে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দগ্ধ হয়ে আহত ২২

জনকে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড ও কুমিরা স্টেশনের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের ফায়ার ফাইটার মো. ফজলে রাব্বী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে আমাদের দুটি গাড়ি এবং কুমিরার ইউনিটও ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আটটি ইউনিট অংশ নেয়।

কদম রসুল এলাকার স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন জানান, হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনি। এরপর বাড়িঘর কেঁপে ওঠে। ভয়ে অনেকে আঁৎকে ওঠেন। পরে জানতে পেরেছি একটি অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ হয়েছে।