চীনের প্রধানমন্ত্রী হলেন প্রেসিডেন্ট শির ঘনিষ্ঠ মিত্র লি কিয়াং

প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

টানা তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মনোনীত ব্যক্তি লি কিয়াংকে দেশটির পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। লি কিয়াং চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ের সাবেক কমিউনিস্ট পার্টির নেতা। ৬৩ বছর বয়সি লি ন্যাশনাল পিপলস কংগ্রেসে ২ হাজার ৯০০’র বেশি প্রতিনিধির প্রায় সব ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট শির ঘনিষ্ঠ মিত্র লি কিয়াং। একজন বাস্তববাদী মানুষ হিসেবে পরিচিত তিনি। দেশের সংগ্রামী অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার দায়িত্ব এবার তার কাঁধে পড়ল। চীনের পার্লামেন্টের বৈঠকের সময় কোনো সাংবাদিককে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। প্রেসিডেন্ট শি তার ভোট প্রদানের সঙ্গে সঙ্গে করতালি দেয়া হচ্ছিল। লি কিয়াং মোট ২ হাজার ৯৩৬ ভোট পেয়েছেন। মাত্র তিনজন প্রতিনিধি তার নিয়োগের বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং আটজন ভোটদানে বিরত ছিলেন।