ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘শাপলা’কে দেশের জাতীয় ফুল করার সিদ্ধান্ত

‘শাপলা’কে দেশের জাতীয় ফুল করার সিদ্ধান্ত

আজ মার্চের ১২তম দিন। ১৯৭১ সালের এ দিনটিতেও পূর্ব পাকিস্তান ছিল অসহযোগ আন্দোলনে উত্তাল। এদিন শিল্পী কামরুল হাসানের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে আয়োজিত শিল্পীদের এক সভায় ‘শাপলা’কে বাংলাদেশের জাতীয় ফুল করার সিদ্ধান্ত ঘোষণা করেন। এ ঘোষণা মুক্তিকামী মানুষকে সেদিন অনেক বেশি উৎসাহী করে। শিল্পী মর্তুজা বশীর ও কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে গঠিত হয় চারুশিল্প সংগ্রাম পরিষদ। এদিন ইশতেকলাল পার্টির প্রধান এয়ার মার্শাল (অব.) আসগর খান টানা তৃতীয় দিনের মতো লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেন, দেশকে খণ্ডবিখণ্ড হয়ে যাওয়ার হাত থেকে রক্ষার জন্য অনতিবিলম্বে প্রেসিডেন্টের উচিত ঢাকায় গিয়ে শেখ মুজিবের সঙ্গে সাক্ষাৎ করে মুজিব প্রদত্ত সব শর্ত মেনে নেওয়া। জাতীয় লীগ সভাপতি আতাউর রহমান খান এদিন বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে তার সঙ্গে সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বৈঠকে মিলিত হন।এদিকে ময়মনসিংহে এক জনসভায় মজলুম নেতা মওলানা ভাসানী বঙ্গবন্ধুর ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রিত্বের মুখে লাথি মেরে শেখ মুজিবুর রহমান যদি বাঙালির স্বাধিকার আন্দোলনে সঠিক নেতৃত্ব দিতে সক্ষম হন, তবে ইতিহাসে তিনি কালজয়ী বীররূপে, নেতারূপে অমর হয়ে থাকবেন। এদিন বিবিসির সংবাদে বলা হয়, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কাল শনিবার রাজনৈতিক সংকট উত্তরণে আলাপ-আলোচনার জন্য ঢাকা আসছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত