ঢাকা ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীতে বিস্ফোরণ

নাশকতার কিছু পাওয়া যায়নি

বললেন আইজিপি
নাশকতার কিছু পাওয়া যায়নি

রাজধানীতে সিদ্দিকবাজার ও সায়েন্স ল্যাবের বিস্ফোরণের ঘটনায় নাশকতার কোনো কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি একথা জানান। দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম।

এসময় পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের তরফে কী পদক্ষেপ নেয়া হয়েছে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক বলেন- সম্প্রতি পাহাড়ে জঙ্গিদের আস্তানার খোঁজ পাওয়া যায়। তাদের অবস্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করেছি। এখনও সফলভাবে অভিযান

পরিচালিত হচ্ছে। এছাড়া গত রোববার যে ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা। এ বিষয়ে আইএসপিআর বক্তব্য দেবে। সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বিষয়টি কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, সিদ্দিকবাজারের যে ঘটনা এতে নাশকতার কোনো কিছু পাইনি। সায়েন্স ল্যাবের বিস্ফোরণেও এমন কিছু পাওয়া যায়নি। আমরা তদন্ত করছি, খতিয়ে দেখছি। আইনগতভাবে যা করার তা করছি। এখনও পর্যন্ত জঙ্গি সংশ্লিষ্টতা কিছু পাওয়া যায়নি।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেছেন, মফস্বলে পোস্টিং দিলে নারী পুলিশ সদস্যরা যেতে চান না, ঢাকায় থাকতে চান। অনেক ক্ষেত্রে নাইট ডিউটি দিলে নারীরা অনিহা প্রকাশ করেন। এই মানসিক প্রতিবন্ধকতা দূর করে এগিয়ে যেতে হবে।

খন্দকার গোলাম ফারুক আরও বলেন, ঢাকা মহানগর পুলিশে ২ হাজার ৫০০ নারী পুলিশ সদস্য কর্মরত আছেন। তাদের বেশিরভাগই কাজ করছেন ভিকটিম সাপোর্ট ও উইমেন সাপোর্ট সেন্টারে।

বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে কমিশনার বলেন- নির্যাতিত নারীদের আইনি সহায়তার পাশাপাশি মানসিক সহায়তা সেবাসহ বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছেন এসব নারী পুলিশ সদস্য।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার আ্যন্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক প্রফেসর ড. তানিতা হক, সাবেক অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, এসবির উপ-মহাপরিদর্শক আমেনা বেগম, সাবেক ডিআইজি মিলি বিশ্বাস ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত