ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা

ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা

ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির আহ্ছানিয়া মিশন প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় তথ্যপ্রযুক্তির নানা ধরনের উদ্ভাবনীতে প্রবিশাধিকার নিশ্চিত করার মাধ্যমে নারীকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিকভাবে ক্ষমতায়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন। বিশেষ অতিথি ছিলেন অভিনেত্রী ও সমাজকর্মী তানভিন সুইটি বেগম, ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী শরিফুল আলম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এএফএম গোলাম শরফুদ্দিন এবং নির্বাহী পরিচালক মো. সাজেদুল কাইয়ুম দুলাল। প্রধান অতিথি তার বক্তব্যে নারী ও কিশোরীদের ডিজিটাল প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য এবং ফেইজবুকের ব্যবহারে সর্তকতা অবলম্বনের পরামর্শ দেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের যুগ্ম পরিচালক নিলুফার ইয়াসমিন এবং থিম পেপার উপস্থাপন করেন যুগ্ম পরিচালক মো. মনিরুজ্জামান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত