ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত

চান মিঞার দায়িত্ব নিলেন রাজশাহী সিটি মেয়র

চান মিঞার দায়িত্ব নিলেন রাজশাহী সিটি মেয়র

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ‘উন্নয়নের ফেরিওয়ালা’ যার অপর নাম। এ নগর পিতা কখনও ঝাড়ু হাতে, কখনো ডাস্টবিন হাতে নগরজুড়ে ছুটে বেড়াচ্ছেন পরিছন্ন আধুনিক একটি মহানগরী উপহার দিতে। শত ব্যস্ততার মধ্যে তিনি সরেজমিনে গিয়ে তদারকি করছেন উন্নয়ন কাজ। নগর পরিছন্ন রাখতে নিজে গিয়ে সচেতন করছেন নগরবাসীকে। মেয়রের এমন ব্যতিক্রম কার্যক্রমে তিনি প্রশংসিত হয়েছেন সব শ্রেণির মানুষের কাছে। এবার এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হলেন তিনি।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া রিকশাচালক জাহিদুল ইসলামের ছেলে চান মিঞার পড়াশোনার খরচসহ সার্বিক দায়িত্ব নিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

চান মিঞা রাজশাহী মহানগরীর ধর্মপুর এলাকার বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে। হতদরিদ্র পরিবারের চান মিঞা বরিশালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে সুযোগ পেলেও অর্থের অভাবে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েন তিনি। সংবাদ প্রকাশের পর বিষয়টি রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নজরে আসে। তাৎক্ষণিক তিনি ব্যক্তিগত সহকারী আব্দুল ওয়াহেদ খান টিটুকে চান মিঞার পরিবারের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেন। তিনি চানদের বাড়িতে যান। এ সময় চান মিঞার বাবা জাহিদুল ইসলাম বলেন, মেডিক্যাল কলেজে ভর্তির জন্য লাগবে ২৫ হাজার টাকা। ভর্তির পর বইসহ আনুষঙ্গিক খরচ প্রয়োজন আরও এক লাখ টাকা। রিকশাচালিয়ে তার পক্ষে এতোগুলো টাকা জোগাড় করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, আমরা মেয়র মহোদয়ের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

চান মিঞার মা শিরিনা বেগম বলেন, মেয়র মহোদয় যদি আমার সন্তানের পাশে না এসে দাঁড়াতেন তাহলে হয়তো ছেলেকে পড়ালেখা করানো সম্ভব হতো না। আমরা মেয়রের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি।

এ ব্যাপারে চান মিঞা বলেন, অনেক কষ্টের পর পড়ালেখা করে আজকে মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছি। মেডিক্যালে চান্স পাওয়ার পর আমি ও আমার পরিবার অনেক খুশি। কিন্তু ভর্তি ও পড়ালেখার খরচের অর্থ সংকটে দিশেহারা হয়ে পড়ি। মেয়র স্যার আমার ভর্তিসহ পড়ালেখার খরচের দায়িত্ব নিয়েছেন। আমি ও আমার পরিবার দুশ্চিন্তা মুক্ত হয়েছি। স্বপ্নপূরণ কখনোই সম্ভব ছিল না মেয়র মহোদয়ের সহযোগিতা ছাড়া। মহামানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত রাজশাহী সিটি মেয়র।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত