ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতির পিতার প্রতি সুদানিদের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতার প্রতি সুদানিদের শ্রদ্ধা নিবেদন

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের দিকনির্দেশনায় সুদানে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্ট সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে কাদুগলির মুরতা ভিলেজ এলাকায় বঙ্গবন্ধু ফ্রি মেডিক্যাল ক্লিনিক স্থাপন করে। যা সেনাবাহিনী প্রধান মিশন এলাকা সফরকালে গত ১৪ মার্চ উদ্বোধন করেন।

স্থানীয় জনগণ এই মহতী উদ্যোগ সাদরে গ্রহণ করেছে। তারা বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে, জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ অনুকরণ করে এবং জাতির পিতাকে নিয়ে রচিত বাংলা গান- তুমি বাংলার ধ্রুবতারা গেয়ে আনন্দোৎসব করে, যা সবার হৃদয় ছুঁয়ে যায়। তাদের এই উদযাপন ও ভালোবাসা আবারো প্রমাণ করে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্যান্য দেশের জনগণের মনেও স্থান করে নিয়েছেন- যা তাকে বিশ্ব নেতার আসনে আসীন করেছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশি ডেপুটি ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকির, সুদানের ১৪ ডিভিশন কমান্ডার, কাদুগলির গভর্নর, সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটর, দক্ষিণ করডোফান প্রদেশের পুলিশ কমিশনার, স্থানীয় ভিলেজ প্রধানরা ও গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত