ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্মার্ট বাংলাদেশ গড়তে শিশুদের যোগ্য করে গড়ে তুলতে হবে

বললেন সমাজকল্যাণমন্ত্রী
স্মার্ট বাংলাদেশ গড়তে শিশুদের যোগ্য করে গড়ে তুলতে হবে

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিশুদের যোগ্য করে গড়ে তুলতে হবে। শিশু সুরক্ষায় সরকার সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। মন্ত্রী গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে World Social Work Day উদযাপন উপলক্ষ্যে আয়োজিত Social Work Promotion In Bangladesh শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি ও ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট। মন্ত্রী বলেন, সরকার শিশুদের সুরক্ষায় সরকারি শিশু পরিবার ও শিশু নিবাস নির্মাণ/পুনঃনির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, শিক্ষা উপকরণ প্রদান করছে। শিশু আইনের বাস্তবায়নের মাধ্যমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করছে। মন্ত্রী আরো বলেন, সিএসপিবি প্রকল্পের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হচ্ছে। এ প্রকল্পের সমাজকর্মীরা দেশের প্রতিট অঞ্চলে শিশুদের কল্যাণে কাজ করছে। মন্ত্রী আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে শিশুদের যোগ্য করে গড়ে তুলতে সবাইকে আহ্বান জানান। পরে মন্ত্রী সেরা সমাজকর্মীদের মাঝে ক্রেস্ট তুলে দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত