গণহত্যা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভা

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ ’৭০-এর নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও ক্ষমতায় যেতে দেয়নি পাকিস্তানি সামরিক সরকার। উল্টো বাঙালিদের দমনে একাত্তরের ২৫ মার্চ দিবাগত রাতে ‘অপারেশন সার্চ লাইট’চালায় জান্তারা। নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে নৃশংসভাবে গণহত্যা চালানোর সেই দিন আজ।

তার আগে গতকাল আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে একদিনের কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে- দুপুর ২টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে সভাটি আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।