ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নতুন শিক্ষাক্রম

ষষ্ঠ ও সপ্তমের বই পরিমার্জনে ৫ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

ষষ্ঠ ও সপ্তমের বই পরিমার্জনে ৫ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক পরিমার্জনে লেখকদের নিয়ে পাঁচ দিনব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার আশুলিয়ার ব্র্যাক সিডিএম সেন্টারে শুরু হওয়া এ কর্মশালার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ফাহাদুল ইসলাম, ড. জাফর ইকবাল, আবুল মোমেন, ড. স্বরোচিষ সরকার, ড. নারায়ণ চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট লেখকরা। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ কর্মশালা চলবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আমরা পেছনে ফেরত যাব না। সামনে যাব। তিনি বলেন, দুইশ’ বছর ধরে আমরা প্রশ্ন ও উত্তর প্রদাননির্ভর শিক্ষা ব্যবস্থায় অভ্যস্ত হয়েছিলাম। যার ফলে মুখস্ত বিদ্যার প্রচলন হয়েছে। মুখস্ত বিদ্যা মনে থাকে না। আমাদের শিক্ষাকে অনন্দময় করা এবং শিক্ষার্থীদের ভাবতে শিখানো, বিশ্লেষণ করতে শিখানো, সবাই মিলে করা এই সমস্ত কিছু নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শিখানো হবে। শিক্ষার্থীরা এই ব্যবস্থায় ভীষণ খুশি। শিক্ষকদের একটা বড় সংখ্যা খুশি। তিনি বলেন, কেউ কেউ বিরোধিতার জন্য বিরোধিতা করছে। এরমধ্যে বিরোধী রাজনৈতিক দল, কিছু ধর্মীয় দল, কোচিং ব্যবসায় জড়িত, নোট বই, গাইড বই ব্যবসায় জড়িত এবং কিছু শিক্ষক যারা কোচিং করায় তারা নিজেদের স্বার্থহানির আশঙ্কায় এই কারিকুলামের বিরোধিতা করছে।

উল্লেখ্য, কর্মশালায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইয়ের পরিমার্জনের কাজ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত