ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শুরু বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি আজ ভাষণ দেবেন

রাষ্ট্রপতি আজ ভাষণ দেবেন

একাদশ জাতীয় সংসদের ২২তম ও স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের ৫০ বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশেষ অধিবেশন গতকাল শুরু হয়েছে। চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। কার্য উপদেষ্টা কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১টা ১০ মিনিটে এ অধিবেশন শুরু হয়।

অধিবেশন শুরুর আগে গতকাল সকাল ১০টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। সেখানে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন, কার্য দিবস ইত্যাদি নির্ধারিত হয়। বৈঠকে স্পিকারের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দল জাতীয় পার্টির উপনেতা জিএম কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বর্ষীয়ান পার্লামেন্টারিয়ান আমির হোসেন আমু, শেখ ফজলুল করীম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যগণ, চার জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।

অধিবেশনের শুরুতে স্পিকার সব সংসদ সদস্যদের স্বাগত জানান। সবার অংশগ্রহণে বিশেষ অধিবেশন কার্যকর ও প্রাণবন্ত হবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।

অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। সভাপতিমণ্ডলীর সদস্যরা হচ্ছেন- সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, আসাদুজ্জামান নূর, মকবুল হোসেন, কাজী ফিরোজ রশীদ ও কানিজ ফাতেমা আহমেদ। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা অগ্রবর্তিতার ভিত্তিতে সংসদে সভাপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠেয় বৈঠকে স্মারক বক্তৃতা দেবেন। বিদায়ি রাষ্ট্রপতি আবদুল হামিদের এটিই হবে হয়তো সংসদের শেষ ভাষণ। আগামী ২৩ এপ্রিল তার দুই টার্মের মেয়াদ শেষ হতে যাচ্ছে। বিশেষ অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব তুলবেন। এরপর তিনি ওই প্রস্তাব সাধারণের ওপর আলোচনা করবেন। পরে দুই দিনব্যাপী সাধারণ প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন। এরপর তা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত