ব্যয় ৪৩ লাখ টাকা

সিরাজগঞ্জে এলজিইডির তত্ত্বাবধানে ১১ দিনে প্রকল্পের কাজ শেষ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  এসএম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মহাসড়ক এলাকায় প্রায় ৪৩ লাখ টাকা ব্যয়ে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর কাজ শেষ হয়েছে। জনস্বার্থে মাত্র ১১ দিনে এ প্রকল্পের কাজ সমাপ্ত করায় এলজিইডি বিভাগ প্রশংসিত হয়েছে। এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী ছাবের আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো. শফিকুল ইসলামের তত্ত্ব¡াবধানে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ভাই বোন এম আর এন্টারপ্রাইজ ওই মহাসড়কের (এনডিপি) বালুকুল ইসলামিয়া দাখিল মাদ্রাসা ভায়া বাগবাড়ি কারিগরি কলেজ রোড পর্যন্ত ৩৫৭ মিটার কাঁচা রাস্তা পাকাকরণ উন্নয়ন প্রকল্পের কাজ ৬ এপ্রিল থেকে শুরু করে। দিন-রাত কাজ করে মাত্র ১১ দিনের মাথায় অর্থাৎ আজ এ প্রকল্পের কাজ সমাপ্ত হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়নে কামারখন্দ উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন। স্থানীয়রা বলছেন, উপজেলার এ রাস্তায় এক সময় জন সাধারণের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছিল। জনস্বার্থে এই প্রথম এলজিইডির তত্ত্বাবধানে ঈদ উপলক্ষ্যে এ প্রকল্পের কাজ দ্রুত সমাপ্ত করায় আমরা আনন্দিত এবং এজন্য এলজিইডি সিরাজগঞ্জকে ধন্যবাদ জানাচ্ছি। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) বলেন, জনস্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনিদের্শনায় দিনরাত কাজ করে এ প্রকল্প কাজ বাস্তবায়ন করা হয়েছে। মাত্র ১১ দিনের মাথায় এ প্রকল্পের কাজ শেষ করায় এলাকাবাসী আনন্দিত। আগামীতে এ ধরনের প্রকল্প আরো নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।