ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হার্ডলাইনে না গেলে দুর্নীতি বন্ধ হবে না

বললেন হাইকোর্ট
হার্ডলাইনে না গেলে দুর্নীতি বন্ধ হবে না

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্দেশে হাইকোর্ট বলেছেন, দুর্নীতি বন্ধ করতে হলে হার্ডলাইনে যেতে হবে। নমনীয়তা দেখিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না।

গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে রুল জারির আগে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন। যদি দুর্নীতি বন্ধ করতে চান, তাহলে তিনটি বিষয় অবশ্যই মানতে হবে।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর একটি সিস্টেম স্থাপন করতে হবে। আইন-বিধি মান্য করতে হবে, আইন-বিধির প্রয়োগ করতে হবে ও জনগণের প্রতি দায়বদ্ধ হতে হবে।

দুদক আইনজীবীর উদ্দেশে হাইকোর্ট আদালত বলেন, কেবলমাত্র রায় বা আদেশ দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। আগে নিজেদের আইনবিধি মানতে হবে। যারা সার্ভিসে ঢুকছেন তারা কী নিয়ে ঢুকছেন, আর কী নিয়ে বের হচ্ছেন তার স্বচ্ছতা থাকতে হবে। সবার জবাবদিহিতা থাকতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত