ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দেশে এখন ভুয়া ভোটার নেই

বললেন মায়া চৌধুরী
দেশে এখন ভুয়া ভোটার নেই

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সারা দেশে জাতীয় সংসদ নির্বাচনের আমেজ বিরাজ করছে। আর বিএনপি এই নির্বাচনে না যাওয়ার নানা ষড়যন্ত্র করছে। এই দলটির জেনে রাখা দরকার, নির্বাচনে অংশ না নিলে ক্ষমতায় যাওয়া যায় না। গতকাল শুক্রবার বিকালে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে মায়া এসব কথা বলেন। মায়া চৌধুরী বলেন, ‘দেশে এখন ভুয়া ভোটার নেই। তাই বিএনপি-জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে। কারণ, মানুষ অনেক সচেতন।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের চিত্র দেখে বিশ্ববাসী প্রশংসা করছে। তাই এমন কাজের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা আবারো জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসবেন ইনশাআল্লাহ।’ সমাবেশে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান দিপু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুসসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। এতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক যোগ দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত