সাত মামলায় জামিন পেলেন ইমরান খান

প্রকাশ : ০৬ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

৭ মামলায় জামিন পেলেন ইমরান খান। তাকে সাতটি পৃথক মামলায় আগামী ১০ দিনের জন্য অন্তবর্তী জামিন দিয়েছেন আদালত। পাকিস্তানের একটি উচ্চ আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সাতটি পৃথক মামলায় আগামী ১০ দিনের জন্য অন্তর্বর্তী জামিন দিয়েছেন। ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে দুই বিচারপতির বেঞ্চ পরবর্তী শুনানি পর্যন্ত ইমরানকে গ্রেপ্তারে নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া সাবেক পাক প্রধানমন্ত্রীকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের রেকর্ডে দেখা গেছে যে, দেশটির রাজধানীতে ইসলামাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ আগামী ১০ দিনের মধ্যে তার বিরুদ্ধে উগ্রবাদ-সম্পর্কিত মামলার বিষয়ে একটি উগ্রবাদবিরোধী আদালতে যাওয়ার জন্য ইমরানকে নির্দেশ দিয়েছে। একাধিক স্থানীয় গণমাধ্যম ও টিভি সম্প্রচারকারী সংস্থা সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রীকে কালো বুলেট-প্রুফ গাড়িতে করে অর্ধ ডজন নিরাপত্তারক্ষী নিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে দেখেছে। আরেকটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ইমরান খান একটি সাদা শ্যালওয়ার-কামিজ (ঢিলেঢালা ট্রাউজার এবং একটি শার্ট), একটি কালো কোমর কোট এবং সানগ্লাস পরে হুইলচেয়ারে করে কোর্টরুমে প্রবেশ করছেন। তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির মতে, নভেম্বরে একটি হত্যা প্রচেষ্টার সময় সৃষ্ট তার (পায়ের) ক্ষতগুলোর মারাত্মক সংক্রমণ এড়াতে চিকিৎসকরা তাকে ‘কঠোরভাবে’ নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। ইসলামাবাদের দিকে সরকারবিরোধী মিছিলের নেতৃত্ব দেয়ার সময় তিনি একটি হত্যাচেষ্টার মুখোমুখি হন। ওই সময় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তখন থেকে ইমরান খান লাহোরে তার বাসভবনে বসবাস করছেন এবং স্বাস্থ্য ও নিরাপত্তাগত কারণে প্রায়ই আদালতের শুনানি এড়িয়ে গেছেন।