ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশকে সৌদি বাদশাহর ৭৫ টন খেজুর উপহার

বাংলাদেশকে সৌদি বাদশাহর ৭৫ টন খেজুর উপহার

মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের সম্মানিত তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বাংলাদেশকে ৭৫ টন খেজুর উপহার দিয়েছেন। এসব খেজুর প্রান্তিক মানুষের মধ্যে বিতরণ করা হবে। গতকাল মঙ্গলবার ঢাকার সৌদি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই খেজুর হস্তান্তর করা হয়। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক শফিকুর রহমানের কাছে খেজুর হস্তান্তর করেন। অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাদশাহ সালমান হিউমেনিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে এই খেজুর উপহার দেয়া হলো। বাংলাদেশ সরকারই সিদ্ধান্ত নেবে, কীভাবে এটা বিতরণ করা হবে। তিনি বলেন, সারা বিশ্বে সৌদি বাদশাহ সালমানের ২৫ হাজার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে ৪৩টি প্রকল্প চালু রয়েছে। আশা করছি, খুব শিগগিরই আরো সাতটি প্রকল্প শুরু হবে। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এই খেজুর উপহারের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে তিনি প্রত্যাশা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত