একমাস পরপর জ্বালানির দাম নির্ধারণ করা হবে

বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশ : ২০ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির দাম এক মাস পরপর নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জ্বালানি, খনিজ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় মন্ত্রী আরো জানান, আবাসিকে তিতাস গ্যাসের দাম বাড়ানোর আবেদন মূল্যায়ন করে তা নির্ধারণ করা হবে। এছাড়া ঘূর্ণিঝড় মোখার কারণে বিদ্যুৎ সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী। কবে নাগাদ পরিস্থিতি ঠিক হবে তা কিছু দিনের মধ্যে জানানো হবে বলে নিশ্চিত করেন তিনি। এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরো বলেন, আগামী বাজেটে বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য ভর্তুকি তুলে নেয়া হয়েছে। তবে কৃষি খাতে ভর্তুকি অব্যাহত থাকবে।