মুক্তিযুদ্ধের পক্ষের আলেমদের ঐক্যবদ্ধ করতে চায় আ.লীগ

ওলামা লীগের সম্মেলন আজ

প্রকাশ : ২০ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক আলেমদের নিয়ে ঐক্যবদ্ধ প্লাটফর্ম গড়তে চাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দীর্ঘ ২৯ বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের প্রথম সম্মেলন। আজ সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংগঠনটির প্রথম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পদক ওবায়দুল কাদের।

জানা গেছে, ২০১৭ সালের ২৩ মে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভায় দলটির তৎকালীন ধর্মবিষয়ক সম্পাদক মরহুম শেখ মোহাম্মদ আবদুল্লাহ আওয়ামী পন্থি সব ইসলামিক শক্তিগুলো নিয়ে একটি ঐক্যবদ্ধ ইসলামিক প্লাটফর্ম গড়ে তোলার প্রস্তাব দেন। তখন সম্পাদকমণ্ডলীর অধিকাংশ সদস্যই সেই প্রস্তাবে সায় দেন। অন্য কোনো নামে নয় ওলামা লীগ নামেই তাদের ঐক্যবদ্ধ করার প্রয়াস চালায় আওয়ামী লীগ।

দীর্ঘ ৫ বছর পর্যবেক্ষণের পর অবশেষে ওলামা লীগের সম্মেলন হতে যাচ্ছে আজ। গত মাসের ২৯ তারিখে ওলামা লীগের সব প্রস্তুতি থাকা সত্ত্বেও সম্মেলন হয়নি।

ওলামা লীগের সম্মেলনের বিষয়ে জানতে চাইলে সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী, মুক্তচিন্তার অধিকারী, অসাম্প্রদায়িক এবং শিক্ষিত আলেম-ওলামাদের নিয়ে আজকে ওলামা লীগের সম্মেলন হবে। ১৯৬৬ সালের ১৩ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান আওয়ামী ওলামা পার্টি গঠন করেন। ওলামা পার্টি থেকে ওলামা লীগের সৃষ্টি। ওলামা পার্টি ৬ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে কাজ করেছে। তখন সংগঠনের আহ্বায়ক ছিলেন বীরমুক্তিযোদ্ধা শহীদ বুদ্ধিজীবী মাওলানা ওলিউর রহমান জালালাবাদী। ১৯৯৫ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অনুমতিক্রমেই বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ রাজনৈতিকভাবে দ্বিতীয় বারের মতো কর্মসূচি শুরু করে। চারদলীয় জোট সরকারের জুলুম নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে গণআন্দোলন, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মসূচি ও নেত্রীর (শেখ হাসিনা) কারামুক্তিসহ জামায়াত-বিএনপির আগুন সন্ত্রাস প্রতিরোধে ওলামা লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ওলামা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আরেক যুগ্ম আহ্বায়ক মাওলানা কাজী আবুল হাসান শেখ শরীয়তপুরী বলেন, আজকের সম্মেলনের মধ্য দিয়ে সারা দেশের আলেম সমাজের প্রাণের দাবি মেনে নেয়া হলো। অবশেষে ওলামা লীগের সবাই ঐক্যবদ্ধ হলো। সংগঠনের মধ্যে দীর্ঘদিনের পরীক্ষিত বিচক্ষণ মুজিব আদর্শের সৈনিকদের ওলামা লীগের নেতৃত্বে আনা হোক।

উল্লেখ্য বিভিন্ন সময় নানা ইস্যুতে বিতর্কিত বক্তব্য দেয়ায় ২০১৯ সালের ২১ জানুয়ারি বিজ্ঞপ্তির মাধ্যমে ওলামা লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আওয়ামী লীগ।