বজ্রনিরোধক হিসেবে কাজ করে তালগাছ

বললেন খাদ্যমন্ত্রী

প্রকাশ : ৩০ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন- তালগাছ মানবজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বজ্রনিরোধক হিসেবে কাজ করে। প্রত্যেকে একটি করে হলেও তালগাছ রোপণ করা প্রয়োজন। গতকাল সোমবার সকাল ১০টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের আশকপুর-আসনদী সড়কে তালগাছ রোপণের উদ্বোধনের পর তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন- তালগাছ রোপণ শুধু উপজেলা বা জেলা না, এটা এখন বিভিন্ন উপজেলায় ছড়িয়ে পড়েছে। তালের রস ও গুড় অর্থনীতিতে ভূমিকা রাখে। এ সময় তিনি তালের চারা রোপণ করে তার সঠিক পরিচর্যার প্রতি নজর দেয়ার আহ্বান জানান। এলজিইডি বা সড়ক ও জনপথ কোনো রাস্তা সম্প্রসারণ বা নতুন রাস্তা তৈরিতে তালগাছ রোপণের বাজেট রাখছে। যা সত্যি ভালো লাগা। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ ও ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তালগাছ রোপণের আগে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সম্প্রদায়ের নারী-পুরুষরা তাদের নাচের মাধ্যমে খাদ্যমন্ত্রীকে বরণ করে। পরে খাদ্যমন্ত্রী তালগাছ রোপণের ফলক উন্মোচন করেন।

আশকপুর-আসনদী ১ কিলোমিটার সড়কের দুই পাশে ৪০০টি তালগাছ রোপণ করা হবে।