ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে হবে

বিবৃতিতে রওশন এরশাদ

প্রকাশ : ৩১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি আরো বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো একাধিকবার ঢাকাকে পৃথিবীর সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত করেছে। এবারো একটি আন্তর্জাতিক সংস্থা গবেষণা ও জরিপ করে একই কথা বলেছে যা আমাদের জন্য দুঃখজনক। অথচ ঢাকা ৪০০ বছরের ইতিহাস ও ঐতিহ্যের নগরী হিসেবে পরিচিত।

রওশন এরশাদ বলেন, আধুনিক পরিচ্ছন্ন ঢাকা গড়তে পরিবেশ মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনকে উদ্যোগ নিতে হবে। শুধুমাত্র রাজনৈতিক আশ্বাস নয়, আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, জনসংখ্যাই হচ্ছে আমাদের বড় সমস্যা, সেটা বিবেচনায় রেখে সব নাগরিককে সচেতন হতে হবে। পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলার জন্য সব নাগরিকের দায়িত্ব রয়েছে। সে দায়িত্বগুলো সবাইকে যথাযথভাবে পালন করতে হবে।