দাম কমবে ক্যান্সার ও ডায়াবেটিসের ওষুধের

প্রকাশ : ০২ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের দাম কমানোর প্রস্তার করা হয়েছে। এসব পণ্যের মধ্যে ক্যান্সার ও ডায়াবেটিস রোগের ওষুধ। গতকাল বিকালে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাব করেন।

প্রস্তাবিত বাজেটে ক্যান্সার ও ডায়াবেটিসের ওষুধের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া খাদ্যপণ্যের মধ্যে মিষ্টি জাতীয় পণ্যের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে।

প্রসাধনীর মধ্যে- সাবান, শ্যাম্পুর দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বিদেশি পোশাকের দাম কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া দেশি এলইডি বাল্ব, ডায়াপার ও ন্যাপকিনের দাম কমানোর প্রস্তাব রয়েছে এবারের বাজেটে। কৃষিপণ্যের মধ্যে আলু রোপণের মেশিন ও কৃষি যন্ত্রপাতির দাম কমানোর প্রস্তাব করা হয়েছে।