ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রূপগঞ্জে তেল ট্যাঙ্কার বিস্ফোরণ

৮ শ্রমিক দগ্ধ আশঙ্কাজনক পাঁচজন

৮ শ্রমিক দগ্ধ আশঙ্কাজনক পাঁচজন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেলবাহী লাইটার জাহাজের তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে সাংহাই-৮ নামক জাহাজের ৮ শ্রমিক দগ্ধ হয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। গত শনিবার রাত ২টার দিকে উপজেলার মুড়াপাড়া দড়িকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। আগুনে দগ্ধের সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

জাহাজের শ্রমিকদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি/তদন্ত আতাউর রহমান জানান, শনিবার দুপুরে তেলের কাঁচামালবাহী (ন্যাপতা) লাইটার জাহাজ সাংহাই-৮ ঘোড়াশাল এলাকায় একটি কারখানায় মালামাল খালাস করে উপজেলার মুড়াপাড়া দড়িকান্দি এলাকায় কোম্পানির কিং ফিশার নামক নিজস্ব ডক ইয়ার্ডে নোঙ্গর করে। রাত ২টার দিকে হঠাৎ তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটে। এ সময় জাহাজের কেবিনে ঘুমন্ত থাকা জাহাজের শ্রমিক মো. রুবেল (৩৮), সোহেল (৩৮), ইমতিয়াজ (৪২), ইমন (৩৫), হুমায়ন কবির (৫৪), রাহাদ (২৫), রাকিব (২৪) ও নাজমুল (৩৩) দগ্ধ হয়।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও ডেমরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে দগ্ধ ৮ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ভর্তি করেন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন মো. রুবেল, সোহেল, ইমতিয়াজ, ইমন ও হুমায়ুন কবিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে ইছাপুরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহাবুব জানান, রাতে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আগুনে দগ্ধদের শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। তেলের ট্যাঙ্কারে গ্যাস জমে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরও তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ৫ মাস আগে একই জাহাজে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নুরুজ্জামান নামে এক শ্রমিক মারা যান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত