ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকা দুই সিটিতে বসবে ১৮ পশুর হাট

স্বল্প পরিসরে হবে ডিজিটাল লেনদেন

স্বল্প পরিসরে হবে ডিজিটাল লেনদেন

আসন্ন পবিত্র ঈদুল আজহার সামনে রেখে ঢাকা দক্ষিণ-উত্তর সিটি করপোরেশন বসবে ১৮টি পশুর হাট। তবে পশু কেনাকাটায় নিরাপত্তার স্বার্থে নগদ টাকার পরিবর্তে কিছু হাটে ডিজিটাল লেনদেনের ব্যবস্থা চালু রাখা হবে। কিন্তু বেশির ভাগ পশুর হাটে নগদ অর্থ লেনদেন করবেন ক্রেতা-বিক্রেতারা।

দুই সিটি করপোরেশনের সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুত নেয়া হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও (ডিএসসিসি) একটি স্থায়ী হাটসহ ৯টি হাট বসানোর প্রস্তুতি নিয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) একটি স্থায়ী হাটসহ ৯টি হাট বসানোর প্রস্তুতি নিয়েছে।

ডিএসসিসির ৯ হাট : ডিএসসিসির অস্থায়ী কোরবানির পশুর হাটের মধ্যে থাকছে পোস্তগোলা শ্মশানঘাট-সংলগ্ন আশপাশের খালি জায়গা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজসংলগ্ন উন্মুক্ত এলাকা, মেরাদিয়া বাজার-সংলগ্ন খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম-সংলগ্ন খালি জায়গা, যাত্রাবাড়ীর দনিয়া কলেজ-সংলগ্ন খালি জায়গা, ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড-সংলগ্ন খালি জায়গা, লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন খালি জায়গা ও আমুলিয়া মডেল টাউনসংলগ্ন খালি জায়গা। এসবের বাইরে ডিএসসিসির সারুলিয়া স্থায়ী কোরবানির পশুর হাটে থাকছে কোরবানি পশুর বিশেষ আয়োজন। পশু বিক্রির হাসিল থাকছে শতকরা পাঁচ টাকা। ঈদের দিনসহ পাঁচ দিন হাট পরিচালনার জন্য নির্ধারিত জায়গা ব্যবহারের অনুমোদন পাবেন ইজারাদাররা। ডিএসসিসি এরই মধ্যে ছয়টি হাটের ইজারা চূড়ান্ত করেছে। বাকি দুটি হাটের ইজারা চূড়ান্ত করার কাজ চলছে।

দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন বলেন, ডিএসসিসির অস্থায়ী আটটি হাটের বাইরে সারুলিয়ায় স্থায়ী পশুর হাট বসছে। সব হাটে যাতে সুষ্ঠুভাবে পশু বেচাকেনা করা যায়, সেই প্রস্তুতি সিটি করপোরেশন থেকে নেয়া হচ্ছে।

ডিএনসিসির ৯ হাট : ডিএনসিসির অস্থায়ী কোরবানির পশুর হাটের মধ্যে থাকছে উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউবাজার এলাকা, মিরপুর সেকশন-৬-এর ইস্টার্ন হাউজিং এলাকা, বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগর ব্লক-বি থেকে এইচ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাঈদনগর) সংলগ্ন খালি জায়গা, মোহাম্মদপুরের বসিলা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ, কাওলা শিয়ালডাঙ্গা-সংলগ্ন খালি জায়গা এবং ৪৪ নম্বর ওয়ার্ডের কাচকুড়া ব্যাপারীপাড়ার রহমাননগর আবাসিক প্রকল্প এলাকা। এসবের বাইরে দেশের সর্ববৃহৎ গবাদি পশুর হাট গাবতলীতে থাকছে কোরবানির পশুর বিশেষ আয়োজন। এরই মধ্যে সব হাটের ইজারা চূড়ান্ত করেছে ডিএনসিসি। পশু বিক্রির হাসিল শতকরা পাঁচ টাকা। ঈদের দিনসহ পাঁচ দিন কোরবানির হাট বসানোর অনুমোদন পাবেন ইজারাদাররা। গত বছরের মতো এবারও পশুর হাটে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়াও পানি সবরাহ নিশ্চিত করা, স্বাস্থ্য চিকিৎসাসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রাখছে সিটি করপোরেশনের।

ডিএনসিসি পাইলট প্রকল্পের অংশ হিসেবে স্মার্ট ডিজিটাল হাট বসে আসছে। গত ৩ বছরের ধারাবাহিকতায় চতুর্থবারের মতো এবারও স্মার্ট ডিজিটাল হাট বসাবে। ডিজিটাল হাটে ই-ক্যাব এবং বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন (বিডিএফএ) অনুমোদিত প্রতিষ্ঠানের খামারিরা পশু বিক্রি করতে পারবেন। ক্রেতার নগদ অর্থ বহনের ঝুঁকি, নকল বা ছেঁড়া-ফাটা নোট সংক্রান্ত সমস্যা সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে অর্থায়ন, ডিপোজিট সংক্রান্ত অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন, যা সার্বিকভাবে দেশের অর্থনীতিতে অবদান রাখবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএনসিসির আওতাভুক্ত গাবতলী, বছিলা, আফতাবনগর, ভাটারা, উত্তরা ও কাওলা পশুর হাটে এ ডিজিটাল লেনদেন বুথ বসানো হবে। এসব হাটে বিভিন্ন ব্যাংকের বুথ ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতষ্ঠানগুলো থাকবে।

কোরবানির হাটে ডিজিটাল পেমেন্ট বুথ থাকবে। সেখানে ক্রেতারা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পিওএস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, কিউআর কোডের মাধ্যমে অথবা বুথে স্থাপিত এটিএম মেশিন থেকে নগদ অর্থ উত্তোলন করেও বিক্রেতাকে পশুর মূল্য পরিশোধ করতে পারবেন। পাশাপাশি ইজারাদারদের কাছে পশুর হাসিল নগদ অর্থ ছাড়াও ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পিওএস মেশিনে অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম বলেন, গত বছর যে স্থানে পশুর হাট বসেছে, এবারও সেখানেই বসছে। তবে একটি হাট কমছে। সব মিলিয়ে উত্তরে ৯টি হাট বসবে। গত তিন বছরের মতো এবারও কয়েকটি হাটে ডিজিটাল পদ্ধতিতে মানুষ অর্থ লেনদেন করতে পারবেন।

জানা গেছে, রাজধানীর বাইরে থেকে পশু নিয়ে আসেন বিক্রেতারা। এতে ছিনতাই ও প্রতারণার শিকার হন বিক্রেতারা। আবার জাল নোটের কারণে পড়েন বিপাকে। এ অবস্থায় ডিএনসিসি গত বছরের মতো এ বছরও কিছু পশুর হাটে ডিজিটাল লেনদেনের ব্যবস্থা রেখেছে।

গত ২৭ এপ্রিল পশুর হাট ইজারায় দরপত্র আহ্বান করে ডিএসসিসি। দরপত্র অনুসারে ডিএসসিসিতে অস্থায়ী পশুর হাট বসাবে ইজারাদররা। আর গত ২ মে আটটি পশুর হাটের দরপত্র আহ্বান করে ডিএনসিসি। এই দরপত্র অনুযায়ী ডিএনসিসিতে অস্থায়ী পশুর হাট বসছে। এসব অস্থায়ী হাটের ইজারার মেয়াদকাল হবে ঈদের দিনসহ মোট পাঁচ দিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত