ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আধুনিক বরিশাল গড়তে নৌকার বিকল্প নেই

আধুনিক বরিশাল গড়তে নৌকার বিকল্প নেই

বরিশালকে শিল্প, বাণিজ্য, পর্যটন নগরী ও আধুনিক সিটি হিসেবে গড়ে তুলতে নৌকা বিজয়ের বিকল্প নেই। শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে চলেছে দেশের উন্নয়ন। বরিশাল সিটির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহকে (খোকন সেরনিয়াবাত) বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে নগরীর ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) বরিশালের আয়োজনে নৌকা মার্কার সমর্থনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন। নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজ সাধারণ মানুষ এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, মানুষের ভাগোন্নয়ন হচ্ছে। তাই বরিশালে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয় করতে হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আরো বলেন, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। নৌকার ব্যাপারে বরিশাল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। শান্তির ব্যাপারে বরিশালের জনগণও ঐক্যবদ্ধ আছে থাকবে। আপনাদের সহযোগিতা জননেত্রী শেখ হাসিনার নৌকা অবশ্যই বিপুল ভোটে নির্বাচিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল বাকির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিওটির চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সবার সঙ্গে মতবিনিময় করে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন (বরিশাল বিভাগ), সুজিত রায় নন্দী (রংপুর বিভাগ)। এছাড়াও মতামত ব্যক্ত করেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মো. আনিসুর রহমান ও গোলাম রাব্বানী চিনু।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত