ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এস আলম গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা : একজন গ্রেপ্তার

এস আলম গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা : একজন গ্রেপ্তার

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের সঙ্গে প্রতারণার অভিযোগে কাজী নুরুল হাসান (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার নুরুল হাসানের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। তিনি চট্টগ্রাম মহানগরীর মোমিন রোড এলাকায় বসবাস করেন। গত রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন এস আলম গ্রুপের ব্যবস্থাপক মোহাম্মদ হোসাইন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর এ প্রসঙ্গে বলেন, গ্রেপ্তার নুরুল হাসানের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। তাকে গতকাল দুপুরে মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। কোতোয়ালি থানার এসআই মো. নওশের কোরেশী বলেন, গত ৯ জুন কাজী নুরুল হাসান নিজেকে রাষ্ট্রের একজন পদস্থ সামরিক কর্মকর্তা পরিচয় দিয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠান। সেখানে চেয়ারম্যানকে কলব্যাক করতে বলেন তিনি। তিনি আরো বলেন, রাষ্ট্রের পদস্থ ব্যক্তির পরিচয় দিয়ে দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠীর চেয়ারম্যানের কাছে বার্তা পাঠানো বড় ধরনের প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত