ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রে প্রথম বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত

যুক্তরাষ্ট্রে প্রথম বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত

ফেডারেল আদালতে প্রথম মুসলিম বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত। যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরী। এই প্রথম কোনো মুসলিম নারী মার্কিন ফেডারেল বিচারক পদে নিয়োগ পেলেন। তার নিয়োগকে স্বাগত জানিয়েছে ইউএস সিভিল লিবারটিজ ও মুসলিম অ্যাডভোকেসি গ্রুপ। খবর আল-জাজিরার।

গত ১৫ জুন মার্কিন সিনেট নুসরাতের নিয়োগের পক্ষে ভোট দেয়। তিনি যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক আদালতের নিউইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিকের ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে অর্থাৎ ২০২২ সালের শুরুর দিকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ফেডারেল বিচারক হিসেবে মনোনীত হন নুসরাত জাহান চৌধুরী। এর মাধ্যমে তিনি প্রথম মুসলিম-আমেরিকান নারী হিসেবে ফেডারেল আদালতের বিচারক হিসেবে নিয়োগের অপেক্ষায় ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত ৮ জন নতুন বিচারপতির মধ্যে একজন ছিলেন নুসরাত জাহান চৌধুরী। গত বছরের ১৯ জানুয়ারি হোয়াইট হাউজ এক বিবৃতিতে বিচার বিভাগীয় মনোনীতদের তালিকা প্রকাশ করে। তিনি ফেডারেল সরকারের নো ফ্লাই লিস্ট এবং নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের শহরের মুসলিম সম্প্রদায়ের ওপর নজরদারির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে মামলাসহ অসংখ্য নাগরিক অধিকারের মামলায় জড়িত ছিলেন। ২০২১ সালের সেপ্টেম্বরে ডেমোক্র্যাটিক সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার আনুষ্ঠানিকভাবে নুসরাত চৌধুরীকে নিউইয়র্কের ফেডারেল বেঞ্চে নিয়োগ দেয়ার জন্য সুপারিশ করেছিলেন এবং তাকে ‘নাগরিক অধিকার ও স্বাধীনতার বিশেষজ্ঞ’ বলে অভিহিত করেছিলেন। নুসরাত জাহান চৌধুরী বিশ্বখ্যাত ইয়েল ল’ স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছেন। সিভিল লিবার্টিজ ইউনিয়নে যোগদানের আগে তিনি নিউইয়র্ক সাউদার্ন ডিসট্রিক্ট কোর্টের ক্লার্ক এবং সেকেন্ড সার্কিট ইউএস কোর্ট অব আপিলের বিচারক ব্যারিঙ্গটন পার্কারের সঙ্গেও কাজ করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত