ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দেশজুড়ে ভিটামিন-এ ক্যাপসুল পেল ২ কোটি ২০ লাখ শিশু

দেশজুড়ে ভিটামিন-এ ক্যাপসুল পেল ২ কোটি ২০ লাখ শিশু

ভিটামিন-এ ক্যাম্পেইনের দ্বিতীয় দফায় গতকাল সারা দেশে ছয় থেকে ৫৯ মাস বয়সি ২ কোটি ২০ লাখ শিশুকে ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ক্যাপসুল খাওয়ানোর এই ক্যাম্পেইন বিকাল ৪টা পর্যন্ত চলে। দেশের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্র থেকে এ কার্যক্রম পালিত হয়। সারা দেশে ১ লাখ ২০ হাজার কেন্দ্রে কাজ করে মোট ৪০ হাজার স্বাস্থ্যকর্মী। সকাল থেকে অভিভাবকরা শিশুদের হাসপাতালগুলোতে নিয়ে যান।

৬ মাস থেকে ১১ মাস বয়সি শিশুদের নিল ক্যাপসুল এবং ১২ থেকে ৫ বছর বয়সি শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হয়। এর আগে শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে অভিভাবকদের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। এছাড়া ৬ মাসের কম বা ৫ বছরের বেশি বয়সি ও অসুস্থ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবে না বলেও জানিয়েছিলেন তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত