ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাফ চ্যাম্পিয়নশিপ

লড়াই করে লেবাননের কাছে হারল বাংলাদেশ

লড়াই করে লেবাননের কাছে হারল বাংলাদেশ

ফিফা র‍্যাংকিংয়ে দুই দলের ব্যবধান যোজন যোজন। বাংলাদেশের চেয়ে ৯৩ ধাপ এগিয়ে লেবানন। কিন্তু মাঠের লড়াইয়ে জামাল ভূঁইয়ারা সেই ব্যবধানটাকে তেমন প্রতিফলিত হতে দিচ্ছিল না। প্রায় ৮০ মিনিট পর্যন্ত জমাট রক্ষণে বারপোস্ট অক্ষত রাখলো বাংলাদেশ। এরপর সেই রক্ষণভাগই করে বসল বড় এক ভুল। সেই ভুলেই কাল হলো বাংলাদেশের। গোল হজম করে তারা। এরপর অলআউট খেলতে গিয়ে শেষ দিকে গোল হজম করে আরো একটি। ফলে আরো একটি হতাশার গল্পই লিখল লাল-সবুজের প্রতিনিধিরা। গতকাল বৃহস্পতিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। লেবাননের হয়ে একটি করে গোল করেছেন হাসান মাতুক ও খলিল বাদের। ম্যাচের শেষ ১৫ মিনিটেই গুঁড়িয়ে যায় বাংলাদেশের ১ পয়েন্ট পাওয়ার স্বপ্ন। কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে লালকার্ড দেখেছিলেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হান। তখন থেকেই শংকা ছিল সাফের প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন কি না। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল অবশ্য না খেলার বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে সব শংকা দূর করে লেবাননের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। এবারই প্রথম প্রাথমিক দল থেকে চূড়ান্ত দলে জায়গা পান ইসা ফয়সাল। এই ডিফেন্ডারের জাতীয় দলের জার্সিতে অপেক্ষাও ফুরাল। লেবাননের বিপক্ষে ম্যাচে ২৩ বছর বয়সি ইসাকে রেখেই সেরা একাদশ সাজিয়েছিলেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচের শুরু থেকে রক্ষণ জমাট রেখে খেলেছে বাংলাদেশ। লেবানন দুয়েকটি সুযোগ তৈরি করলেও পোস্টের নিচে লাল-সবুজের গোলকিপার আনিসুর রহমান ছিলেন দেয়াল হয়ে। শক্তিশালী লেবাননের বিপক্ষে প্রথমার্ধ বাংলাদেশ শেষ করেছে সমতার স্বস্তি নিয়ে। ১২ মিনিটে ইসা বাঁ-দিক দিয়ে বক্সে ঢোকার চেষ্টায় ফাউলের শিকার হন। অধিনায়ক জামাল ভুঁইয়ার ফ্রি কিক পরীক্ষা নিতে পারেনি লেবাননে গোলকিপার আলী সাবেহ। ৩৫তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল দূরের পোস্টে থাকা খলিল বাদেরের পায়ে গিয়ে পড়ে। লেবাননের এই ফরোয়ার্ডের শট বাঁ-দিকে ঝাঁপিয়ে আটকে দেন জিকো। লেবাননের বিপক্ষে ৪-৩-২-১ ছকে খেলা বাংলাদেশ বিরতির পর পরিবর্তন আনে তিনটি। ৫৭ মিনিটে হাভিয়ের কাবরেরা জনির জায়গায় মোরসালিন, জামালের জায়গায় নামান হৃদয়কে। রবিউলকে নামান সুমন রেজার জায়গায়। তাতে ৬০ মিনিটে ম্যাচের সেরা সুযোগটিও আসে। কিন্তু নিজেদের অর্ধ থেকে হৃদয়ের লং পাসে বক্সে ঢুকে কিপারকে একা পেলেও ফাহিমের শট রুখে দেন তিনি। শেষের দিকে প্রতি আক্রমণ থেকে দুটি গোল আদায় করে নেয় লেবানন। ৭৯ মিনিটে তারিক কাজীর ভুলের চড়া মাশুল দিতে হয় বাংলাদেশকে। তার পা থেকে বল নিয়ে ছুটে বক্সে ঢুকেই বাঁ-দিক দিয়ে ক্রস করেন করিমন ডারবিচ। ডানপ্রান্তে বল পেয়ে বাংলাদেশের গোলকিপারকে পরাস্ত করেন বদলী ফরোয়ার্ড হাসান মাতুক (১-০)। ম্যাচের অন্তিম সময়ে খলিল বাদের গোল করে ব্যবধান দ্বিগুন করেন (২-০)। শেষে এই ব্যবধানেই হার নিয়ে মাঠ ছাড়েন জামাল ভূঁইয়ারা। আগামী রোববার একই স্টেডিয়ামে বেলা চারটায় মালদ্বীপের বিপক্ষে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত