অভ্যন্তরীণ বিষয়ে বন্ধু রাষ্ট্রের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ

বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয়ে বন্ধু রাষ্ট্রগুলোকে হস্তক্ষেপ কখনোই বাংলাদেশ স্বাগত জানাবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। গতকাল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন প্রতিমন্ত্রী। শাহরিয়ার আলম বলেন, আমরা পৃথিবীর কোনো বন্ধু রাষ্ট্রকেই বলিনি বাংলাদেশের অভ্যন্তরীণ নির্বাচন কেন, যে কোনো বিষয়ে আমাদের কাঠামো, সংবিধান, আমাদের নির্বাচন কমিশন বা সরকারের সিদ্ধান্তের বাইরে কোনো কমেন্টস করতে। আমরা কখনোই এ বিষয়ে বন্ধু রাষ্ট্রগুলোকে উৎসাহ দেব না। প্রতিমন্ত্রী বলেন, আমরা অতীতেও বলেছি, আমাদের অবস্থান। তারপরও যারা এটা করেন বা করে যান, আমরা কখনোই এটাকে স্বাগত জানাব না। কিন্তু একটা স্বচ্ছ জবাবদিহি নির্বাচন নিশ্চিত করার বিষয়ে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীও বলেছেন, তার সরকার এ বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করবে। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তারা (বিদেশি রাষ্ট্রের পর্যবেক্ষক) যদি কেউ পর্যবেক্ষক পাঠাতে চান, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি- যারা বাংলাদেশের বন্ধু তারা অতীতেও সহায়তা করেছেন। এ বিষয় ছাড়া আমরা অন্য কোনো রাষ্ট্রের নির্বাচন নিয়ে হস্তক্ষেপকে স্বাগত করিনি এবং সামনের দিনেও করব না। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য দেন।