ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ ন্যামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ভাইস চেয়ারম্যান

বাংলাদেশ ন্যামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ভাইস চেয়ারম্যান

আগামী বছরের জানুয়ারীতে উগান্ডায় বসবে জোট নিরপেক্ষ বা ন্যামের শীর্ষ সম্মেলন। আসন্ন সম্মেলনকে সামনে রেখে আজারবাইজানের বাকুতে চলমান মন্ত্রী পর্যায়ের বৈঠকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি জানান। তিনি বলেন, ন্যামের সিনিয়র অফিসিয়াল মিটিং এবং মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হচ্ছে। শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠক হিসেবে গত ৩ জুলাই থেকে আগামীকাল ৬ জুলাই পর্যন্ত আজারবাইজানের বাকুতে সিনিয়র অফিসিয়াল মিটিং এবং মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হচ্ছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। মন্ত্রী পর্যায়ে বৈঠকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এ কর্মকর্তা বলেন, আগামী বছরের ১৯ ও ২০ জানুয়ারি দুই দিনব্যাপী উগান্ডায় ন্যামের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দেবে বাংলাদেশ। ওই সম্মেলনে দক্ষিণ সুদান ন্যামের নতুন সদস্য হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত