রোহিঙ্গা ক্যাম্প থেকে আরো এক মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে গলাকাটা এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে যে ক্যাম্পটি (বালুখালীস্থ ৮ -পূর্ব-নম্বর ক্যাম্প) আরসা ও আরএসও গোলাগুলিতে ৫ জন নিহত হয়েছে ওই ক্যাম্প থেকে বিকাল ৫টায় মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। নিহত রোহিঙ্গ সানাউল্লাহ ১১ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা। ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সানাউল্লাহকে ঘর থেকে তুলে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে গলাকেটে দেয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে ভোরের গোলাগুলির কোনো যোগসূত্র আছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। ৮ এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, একজনের মরদেহ থাকার খবর পেয়ে পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি ভোরের গোলাগুলির ঘটনা নাও হতে পারে। এর আগে গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টায় বালুখালীস্থ ৮ (পূর্ব) নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) সন্ত্রাসীদের মধ্যে এ গোলাগুলি হয়েছে। এতে পাঁচজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে এপিবিএন ও পুলিশ।

ঘটনার পর কক্সবাজারের পুলিশ সুপারসহ এপিবিএন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক নিরাপত্তায় জোরদার করা হয়েছে একইসঙ্গে এপিবিএন-এর সহযোগিতা জড়িতদের ধরতে অভিযান চলছে।