ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ ডেঙ্গু শঙ্কায় শিক্ষার্থীরা

মাউশি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নানা নির্দেশনা জারি
শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ ডেঙ্গু শঙ্কায় শিক্ষার্থীরা

পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে আজ খুলছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে দেশের উত্তরাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনাসহ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে বন্যায়। এসব জেলার কয়েকটি স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে রাজধানীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু আক্রান্ত হয়ে এরইমধ্যে ভিকারুননিসা নূন স্কুলের এক ছাত্রী মারা গেছে। এসব শঙ্কা নিয়ে আজ দেশে পুরোদমে পাঠদান শুরু হওয়ার কথা রয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে। এর আগে গত বৃহস্পতিবার বেসরকারি কিছু শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে।

উদ্ভূত পরিস্থিতিতে এরইমধ্যে ডেঙ্গু নিয়ে সতর্কতা ও নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকেও সংশ্লিষ্ট স্কুলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের নির্দেশনা দেয়া হয়েছে।

অভিভাবকরা জানিয়েছেন, ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার প্রজননের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ সহায়ক। কারণ এসব প্রতিষ্ঠানের ফাঁকা জায়গায় দীর্ঘদিন পানি জমে থাকে। সেসব জায়গাই এডিস মশার প্রজননস্থল হিসেবে কাজ করে। ঈদুল আজহার কারণে দীর্ঘ দিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এর মধ্যে গত কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে। যা ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব সৃষ্টিতে ভূমিকা রাখবে।

তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্লাসরুমসহ অন্যান্য স্থানে এমনিতেই ঠিকমতো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় না। তাই মশার উপদ্রব দেখা যায়। আর ছুটিতে এই উপদ্রব আরো বাড়তে পারে। তাই শিক্ষার্থীরা বিশেষ করে শিশু শিক্ষার্থীরা চরম ডেঙ্গু ঝুঁকিতে পড়বে। এ অবস্থায় মশা নিয়ন্ত্রণে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের বিশেষ নজর দিতে হবে।

অভিভাবকদের এমন উদ্বেগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন বলেন, ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে আমরা অবগত। ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে একটি নির্দেশনা দেয়া হচ্ছে। ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থাকাকালীন স্কুলকর্তৃপক্ষ আর বাসায় থাকার সময় অভিভাবকরা মশার কামড় প্রতিরোধে যা যা করা দরকার তা করতে হবে।

প্রাথমিক শিক্ষাঅধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. নুরুল আমিন চৌধুরী জানিয়েছেন, ঈদের আগেই শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে একটি নির্দেশনা দেয়া হয়েছে। স্কুল খোলার আগে শিক্ষাকর্মকর্তা তা তদারকি করবেন। কোনো প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকলে অধিদপ্তরকে জানতে অভিভাবকদের অনুরোধ করেন তিনি।

যেসব জেলায় বন্যা হয়েছে, সেখানে কত সংখ্যক প্রাথমিক স্কুল পানিতে তলিয়ে গেছে তার তথ্য জেলা ও উপজেলা শিক্ষাকর্মকর্তার কাছে চাওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর পরিস্থিতি বিবেচনা করে ওইসব স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। যেসব এলাকায় স্কুল পানির নিচে তলিয়ে গেছে সেখানে স্কুল খোলা রাখা সম্ভব হবে না। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।

মশাবাহিত রোগ প্রতিরোধে দেশের সব প্রাথমিক স্কুল পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেয়া হয়েছে। ঈদুল আজহার ছুটির আগে ও পরে খোলার সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচ্ছন্ন করতে নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ২৫ জুন এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এরপর ডেঙ্গুর বিস্তার রোধে গত বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির নির্দেশনায় জানানো হয়েছে, সম্প্রতি ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। অনেক মানুষ আক্রান্ত হয়েছেন এবং অনেকে ঝুঁকিতে আছেন। সতর্কতা অবলম্বন করলে এ রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব। ডেঙ্গু এডিস মশাবাহিত রোগ।

শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ ও ভবনগুলোর মধ্যে পানি জমে থাকে, এমন জায়গা ও ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার উপযুক্ত প্রজননকেন্দ্র। এ অবস্থায় ডেঙ্গুর বিস্তার রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ঈদুল আজহার ছুটি-পরবর্তী খোলার পর কিছু বিষয় মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ ও ভবনগুলো পরিষ্কার রাখা, মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি সরিয়ে ফেলা, ফুলের টব নিয়মিত পরিষ্কার রাখা, এডিস মশার প্রজননের জায়গাগুলোতে যেন পানি জমতে না পারে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধের বিষয়গুলো অবহিত করতে হবে- জানানো হয়েছে মাউশির নতুন নির্দেশনায়।

নির্দেশনায় আরো জানানো হয়েছে, ঈদুল আজহার ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যাতে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ সৃষ্টি না হয় সেই ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ঈদুল আজহার ছুটি পরবর্তী অফিস বা বিদ্যালয় খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। যাতে করে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার প্রজনন না ঘটে। এসব বিষয়ে কার্যক্রম গ্রহণসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে গত শুক্রবার চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেড়েছে; তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখার ব্যবস্থা নিয়েছি। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখলে হবে না, আমাদের বাড়িঘরও পরিষ্কার রাখতে হবে। কারণ শিক্ষার্থীরা বাড়িঘরে থাকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত