বিএনপি গণতন্ত্রের কথা বলে মশকরা করছে : ইনু

প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপির চোখে লজ্জা-শরম নেই। পিঠে দুর্নীতির ছাপ ও হত্যা খুনের অভিযোগ মাথায় নিয়ে গণতন্ত্রের কথা বলে মশকরা করছে। বিএনপির কোনো নেতাকর্মীকে হয়রানি করা হচ্ছে না। অতীতে বিএনপি নেতাকর্মীদের নামে যেসব মামলা হয়েছে, সেসব মামলা থেকে তারা অব্যহতি চায়। ৫০ বছরে বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধ অপরাধীদের বিচার হলে ২১ আগস্টে খুনের মামলার সাথে জড়িত বিএনপি-জামায়াতের বিচার কেন হবে না? বিএনপি মানুষ হত্যার লাইসেন্স তো পায়নি। বিএনপি প্রমাণ করুক, এসব কর্মকাণ্ডের সাথে তারা জড়িত নয়। গতকাল দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইনু আরো বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বলে অথচ রাজনৈতিক জঙ্গিবাদের সাথে কাজ করে। তিনি বলেন, সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকারের কথা সংবিধানে নেই। এ সময় মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমসহ স্থানীয় জাসদ নেতারা উপস্থিত ছিলেন।