ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঢামেকে এক দিনে ৩৯ ডেঙ্গু রোগী

ঢামেকে এক দিনে ৩৯ ডেঙ্গু রোগী

দেশে ডেঙ্গু পরিস্থিতি অস্বাভাবিক হারে বাড়ছে। জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একদিনেই ৩৯ ডেঙ্গু রোগী ভর্তি হন। রোগীর অভিযোগ, শয্যা পেতে স্বজনের বেগ পোহাতে হচ্ছে। চিকিৎসাসেবা নিয়ে সন্তুষ্টি থাকলেও অন্য লোকজনের কার্যক্রমে নাখোশ তারা। গতকাল বিকালে ঢামেকের নতুন ভবনে গিয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা ও তাদের অভিযোগ জানা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ২২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের ভর্তি রাখা হয়েছে ভবনের ছয় থেকে আটতলা পর্যন্ত সাধারণ মেডিসিন রোগীদের সঙ্গে। সরেজমিন দেখা গেছে, ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিচ্ছেন। সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের রাখা হয়েছে ফ্লোরে-লিফটের আশপাশে। নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডের লিফটের পাশেই মশারি টানিয়ে চিকিৎসা নিতে দেখা যায় মাগুরা সদর উপজেলার কৃষক সাখাওয়াত হোসেনকে। সঙ্গে আছেন তার মা সালেহা বেগম। তিনি জানান, গত ৫ জুলাই ছেলেকে নিয়ে আসেন ঢামেকে। সেদিনই ভর্তি করা হয় সাখাওয়াতকে। ছেলের চিকিৎসার জন্য এখন পর্যন্ত ‘নির্দেশক্রমে’ ২০ হাজার টাকার ওষুধ বাইরে থেকে কিনে আনা হয়েছে। হাসপাতাল থেকে রোগীর জন্য স্যালাইন ও কিছু ওষুধ দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফুল আলমের সঙ্গে কথা বলে জানা গেছে। গত শনিবার থেকে ২৪ ঘণ্টায় ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। মোট ভর্তি রোগীর সংখ্যা ২২১ জন। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলার সক্ষমতা আমাদের আছে। তবে চিকিৎসার চেয়েও প্রতিরোধ ব্যবস্থার ওপর আরো বেশি জোর দেওয়া প্রয়োজন। ডেঙ্গু নিয়ে ভয় নয়। এ ব্যাপারে জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত