ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দেশের স্থিতিশীলতা যেন বিঘ্নিত না হয়

বললেন পররাষ্ট্রমন্ত্রী
দেশের স্থিতিশীলতা যেন বিঘ্নিত না হয়

স্থিতিশীলতা থাকলে দ্রুত উন্নয়ন হয়। তাই দেশের স্থিতিশীলতা যেন বিঘ্নিত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একেএম আব্দুল মোমেন। গতকাল বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ‘দেশ এগিয়ে চলেছে’ গ্রন্থের প্রকাশনা উৎসবে সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এতে স্বাগত বক্তব্য দেন প্রকাশিত বইয়ের সম্পাদক ও পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান এবং আলোচক হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। যেসব দেশে স্থিতিশীলতা বজায় ছিল তাদের উন্নয়ন থর থর করে হয়েছে। আমাদেরও গত ১৫ বছরে স্থিতিশীলতা ছিল বলে আমরা উন্নয়ন করতে পেরেছি। স্থিতিশীলতা যেন বিঘ্নিত না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। আমাদের অগ্রযাত্রা চলছে, শেখ হাসিনার নেতৃত্বে আরো এগিয়ে যাব। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. একেএম আব্দুল মোমেন প্রকাশিত গ্রন্থের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, এই বইটি ২৪০ পৃষ্ঠার বই, সেখানে ২০ জনের লেখা আছে। এই যে এগিয়ে চলার গল্প, অকল্পনীয়। জিডিপি ৫২ বছরে ৫২ গুণ বেড়েছে। ২০৩০ সালের মধ্যে ৭০০ বিলিয়নের অর্থনীতি হবে বলছেন বিশেষজ্ঞরা। গত ৫২ বছরে পার ক্যাপিটাল আয় ৪০ গুণ বেড়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যে অভাবনীয় উন্নয়ন; সেই সঙ্গে আমাদের দেশের ইতিহাসও আছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ। প্রধানমন্ত্রী রূপরেখা দিয়েছেন। সেসব বাস্তবায়নে আমরা ইকোনমিক কূটনীতি নিয়ে কাজ করছি। আমরা জন কূটনীতি চালু করেছি। ৮১টি মিশনে বঙ্গবন্ধুর কর্নার করেছি।

আলোকিত বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত