দেশে ফিরেছেন লক্ষাধিক হাজী মৃত্যু ১১৭

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পবিত্র হজ পালন শেষে ২৬৯ ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১ লাখ ২২৩ জন হাজী। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১১৭ জন বাংলাদেশির মৃত্যুর খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এরই মধ্যে সর্বশেষ গত মঙ্গলবার মারা গেছেন দুইজন। গত বৃহস্পতিবার কোনো হাজীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। গত মঙ্গলবার রাতে হজ বুলেটিনে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ২৬৯টি। এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১২৮টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১০১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪০টি। এদিকে, এবার হজে গিয়ে এখন পর্যন্ত ১১৭ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৯১ জন ও নারীর সংখ্যা ২৬ জন। যারা মারা গেছেন, তাদের মধ্যে মক্কায় ৯৫, মদিনায় ৮, জেদ্দায় ২, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় একজন মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী, সেখানেই তাদের দাফন করা হয়েছে। গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।