ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিএনপির ষড়যন্ত্র রুখে দিতে কর্মসূচি নিয়ে মাঠে নামছে ১৪ দল

বিএনপির ষড়যন্ত্র রুখে দিতে কর্মসূচি নিয়ে মাঠে নামছে ১৪ দল

বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়ে মাঠে নামছে কেন্দ্রীয় ১৪ দল। আগামীকাল থেকে এই কর্মসূচি শুরু হবে। গতকাল বিকালে রাজধানীর ইস্কাটনের বাসভবনে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা শেষে এ কথা জানান ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু। তিনি বলেন, ২ আগস্ট থেকে আমরা (১৪ দল) মাঠে নামব। সাত দিনের কর্মসূচি আছে। আমির হোসেন আমু বলেন, আমরা লক্ষ্য করছি- বিএনপি সংবিধান পরিবর্তনের কথা বলছে। সাংবিধানিক ধারা ব্যাহত করে অন্যধারা প্রবর্তন করতে চায় তারা। তবে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে শর্ত দিক মানব। কিন্তু সাংবিধানিক ধারা ব্যাহত করে সংবিধান পরিবর্তন করতে চাইলে সুযোগ দেব না।

বৈঠকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত