ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ

বললেন আইনমন্ত্রী
সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক’কে জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু এবং সহিংসতা মুক্ত (ভায়োলেন্স ফ্রি) নির্বাচন করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। গতকাল দুপুরে সচিবালয়স্থ আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স উপদেষ্টা মো. রফিকুজ্জামান ও ব্রিটিশ হাইকমিশনের দ্বিতীয় সেক্রেটারি (রাজনৈতিক) ভেনেসা বিউমন্ট উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী বলেন, ‘সারাহ কুক বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে যোগদান করার পর এটাই হচ্ছে আমার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। তিনি যখন বাংলাদেশে ডিএফআইডি’র প্রধান ছিলেন তখন আমার সঙ্গে তার পরিচয় ছিল।’ আনিসুল হক বলেন, ‘সারাহ কুক বাংলাদেশে ফিরে আসতে পেরে অত্যন্ত খুশি। বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে। হাইকমিশনার আশ্বস্ত করেছেন, বাংলাদেশের উন্নয়নের দিকে তিনি লক্ষ্য রাখবেন।’ বাংলাদেশের আইনি অবকাঠামোর অনেক কিছুই ব্রিটিশ আইনের উপর নির্ভরশীল এ কথা উল্লেখ করে আইন মন্ত্রী বলেন, ‘এখন আইনের ক্ষেত্রে অনেক রকম উন্নয়ন হয়েছে এবং এটা কীভাবে আরো উন্নত করা যায়, সে ব্যাপারে পরস্পর আলাপ-আলোচনা করেছি।’ আলোচনায় বাংলাদেশের জুডিশিয়াল অফিসার ও আইনজীবীদের প্রশিক্ষণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত