রাজধানীতে ডেঙ্গুতে শিক্ষিকা ও নারী ডাক্তারের মৃত্য

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত একজন শিক্ষিকা ও একজন নারী চিকিৎসক মারা গেছেন। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষিকা মোরশেদা বেগম ডেঙ্গুতে মারা যান। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ভিকারুননিসা ন্যূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী ও স্বজন-সহকর্মীরা মোরশেদা বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। অধ্যক্ষ ও সহকর্মীরা জানান, মোরশেদা বেগম ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার প্রভাতির শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ক্যান্সারে আক্রান্ত হন। প্রথম কেমোথেরাপি নেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার ডেঙ্গু টেস্টে পজিটিভ রিপোর্ট আসে। এরপর মোরশেদা বেগমকে ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয়। তার প্ল্যাটিলেট মাত্র এক হাজারে নেমে যায়। জীবন-মৃত্যুর এমন সন্ধিক্ষণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তার রক্তের গ্রুপ ছিল ‘এ’ নেগেটিভ। আট ব্যাগ রক্তের প্রয়োজন ছিল। তবে, নেগেটিভ গ্রুপের রক্ত হওয়ায় তা জোগাড় করতে হিমশিম খেতে হয় স্বজন ও সহকর্মীদের। রক্তের জোগাড় হলেও চিকিৎসক, স্বজন, সহকর্মীদের শত চেষ্টাও তাকে বাঁচানো যায়নি। গতকাল সকালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শরিফা বিনতে আজিজ (২৭) নামের এক নারী চিকিৎসক মারা গেছেন। গতকাল ভোর ৫টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) মারা যান তিনি। গত বৃহস্পতিবার বিকালে শরিফাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, ডা. শরিফা রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। তিনি ইন্টার্ন করছিলেন। শরিফার গ্রামের বাড়ি ঢাকা জেলার দোহার জয়পাড়া গ্রামে। তার বাবার নাম আজিজ ভূঁইয়া। এর আগে গত সোমবার রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আলমিনা দেওয়ান মিশু নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়। ওইদিন দিবাগত রাত সোয়া ১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।