ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঢাবির বিশেষ সমাবর্তন ২৬ অক্টোবর

বক্তা শেখ হাসিনা
ঢাবির বিশেষ সমাবর্তন ২৬ অক্টোবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। গতকাল আলোকিত বাংলাদেশকে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, সিন্ডিকেট সভায় অক্টোবরে বিশেষ সমাবর্তনের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী আমরা প্রধানমন্ত্রী বরাবর আমন্ত্রণপত্র পাঠিয়েছি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো চিঠির মাধ্যমে আমরা অবগত হই আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী বক্তা হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন। সে অনুযায়ী ওইদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এই বিশেষ সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত