কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

একই পরিবারের চারজন নিহত

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে গদারবাগ এলাকায় গতকাল মঙ্গলবার ভোর রাতে হাজি আবুল হাসনাত টুলটুল নামে এক কেমিক্যাল ব্যবসায়ীর গোডাউনে আগুনে শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সৌদিপ্রবাসী মিলনের স্ত্রী জেসমিন রাত্রী (৩০), তার একমাত্র মেয়ে ঈসা আক্তার (১৩), সোহাগ মিয়ার স্ত্রী মিনা আক্তার (২৪) ও তার মেয়ে তাইয়েবা (২)। এই ঘটনায় মো. হানিফ মিয়া, তার স্ত্রী পারুল বেগম, সোহাগ হোসেন ও তার মেয়ে তানহা আক্তার গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরিফ হোসেন বলেন, যারা মারা গেছে। তারা সবাই একই পরিবারের সদস্য। রাত পৌনে ৪টায় গোডাউনে আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে, তা বলতে পারছি না। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন আমার বাবা মাকে উদ্ধার করেছে। প্রতিবেশী মেহেদী হাসান, আগুন লাগার পরই আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই। পানির সংকটের কারণে ফায়ার সার্ভিসকে বিপাকে পড়তে হয়েছে।

ঢাকা হেডকোয়ার্টার ফায়ার সার্ভিসের উপসহকারী এজিএম সামসুজ্জামান বলেন, আগুন নেভানোর জন্য ছয়টি ইউনিট কাজ করে। কেরানীগঞ্জে দুটি সদরঘাটের দুটি ও ঢাকা হেডকোয়ার্টারের দুটি ইউনিট একযোগে আগুন নিভানোর জন্য চেষ্টা চালায়। কেমিক্যালের গোডাউন হওয়ার কারণে আগুন নিভাতে অনেক কষ্ট হয়েছে। আড়াই ঘণ্টা সময় লেগেছে আগুন নিভাতে। কী কারণে আগুন লেগেছে, তা এখনো বলতে পারছি না। স্থানীয়রা ধারণা করছেন, বিদ্যুৎ লাইন থেকে আগুন লাগতে পারে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশীদ বলেন, কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এই ঘটনায় শিশুসহ চারজন মারা গেছেন। কয়েকজনকে হাসপালের ভর্তি করা হয়েছে। যারা আহত হয়েছেন, তাদের অবস্থা গুরুতর।