৪০তম বিসিএস

নন-ক্যাডারে ৪ হাজার প্রার্থীর নিয়োগে আইনি বাধা কাটল

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

৪০তম বিসিএসে নন-ক্যাডার পদে ৪ হাজার ৩২২ জনের নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ১৫৬ পদে নিয়োগ স্থগিতই থাকবে।

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ গতকাল এ আদেশ দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী, সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। এলজিইডির পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেন, ৪০তম বিসিএসের নন ক্যাডারে নিয়োগ প্রক্রিয়াধীন ছিল। এ অবস্থায় এলজিইডি তাদের ১৫৬টি পদ প্রত্যাহারের জন্য পিএসসির কাছে আবেদন করে। কিন্তু তাদের আবেদনটি বাতিলের জন্য সিভিল ইঞ্জিনিয়ার যারা ছিলেন তারা হাইকোর্টে আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ১৫৬ পদে নিয়োগ বাতিলের আবেদনটি স্থগিত করেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এলজিইডির আপিল দায়ের করলে চেম্বার কোর্ট সেটিতে স্থিতাবস্থা জারি করেন। এ আদেশের ফলে ৪৪৭৮ পদে নিয়োগ প্রক্রিয়া আটকে যায়। এ কারণে এলজিইডির বাইরে অন্যান্য বিভাগের ২২৫ জন আপিল বিভাগে আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে আপিল আদালত আজকে চেম্বার কোর্টের স্থিতাবস্থা সংশোধন করে শুধুমাত্র ১৫৬ পদের স্থিতাবস্থা বহাল রেখেছেন। ফলে ৪ হাজার ৩২২ পদে নিয়োগে আর কোনো বাধা রইল না।