ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পিকে হালদারের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ৩০ আগস্ট

পিকে হালদারের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ৩০ আগস্ট

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে গ্লোবাল ইসলামী ব্যাংকের (সাবেক এনআরবি গ্লোবাল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান রয়েছে। দুদকের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হলেও আসামি পক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ছিল। এদিন আসামি সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধার পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন অ্যাডভোকেট এহসানুল হক সমাজী। তবে এদিন তা শেষ না হওয়ায় আদালত আগামী ৩০ আগস্ট অবশিষ্ট যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত